ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ 

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ 

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের (ঈগল) সমর্থককে মারপিটের ঘটনায় অভিযোগ করা হয়েছে। ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সোমবার রাতে থানায় এ অভিযোগ করা হয়েছে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার মাইজাইল গ্রামের সুলতান গং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের একজন সমর্থক। এতে ছাত্রলীগ নেতা রকিসহ অনান্যরা ক্ষিপ্ত হয় এবং সোমবার বিকেলে সমেশপুর এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রে সুলতানের উপর হামলা চালিয়ে মারপিট করা হয়।

এ ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে ওনদিন রাতে ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে। এ অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতেই (নৌকা) প্রার্থীর সমর্থকরা এ হামলার ঘটনা ঘটায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ করার স্বার্থে দ্রæত আইগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। তবে এ বিষয়ে ওই ছাত্রলীগ নেতা বলেন, হামলা ও মারপিটের কোন ঘটনা হয়নি। কাজ নিয়ে তর্ক বিতর্ক ও কথাকাটাকাটি হয়েছে। এ ঘটনাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে তিনি উল্লেখ করেন।###

অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত